অচেনা শহরে নিচ্ছি উড়াল
কেন আজ কাল (।।)
খুচর ছোঁয়াতে ইচ্চে ধোঁয়াতে রাখছি করে আড়াল
তোর নানান কথা আর নীরবতা
আমার সন্ধে সকাল
হা মাতাল কেন আজ কাল (।।)
তারায় তারায় চর্চা খুব এখন
ধরা দিল দল ছুটমো কেমন
শেষে যদি বিয়োগে বাজে সূর
বেসে তবু যাবই
বহুদূর
তোর হাতে আখরে মাতাল
((ঐ )
আকাশ
ছুঁয়া আজ
বৃষ্টির পরতে
বৃষ্টির
বাস মনে শ্রাবণেকি শরতে
পেলাম খুজে
নকশি কাথার মাঠ
পেলাম
শেষে
কবিতা
হটাত
সবুজের
আদরে মন বেসামাল
কেন আজ
কাল (।।)
শিল্পীঃ নচিকেতা
শিল্পীঃ নচিকেতা